সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শারমিন আখতার (১৯) নামে মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে বাঁকারায় মধুপুর গ্রামে।
জানা যায়, আজ মঙ্গলবার(১১ আগষ্ট ) ভোর বেলা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে অবসর প্রাপ্ত সেনা সদস্য শফিয়ার রহমানের মেয়ে। সে ধরণীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। গত দুই বছর আগে নিজের মামা আব্দুল হাকিমের পুত্র রোমানের সাথে বিয়ে হয়।
উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে আত্নহত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায় নি।
উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কমেন্ট করুন