-
- চাকরি বাকরি, জাতীয়, ধর্ম, রংপুর বিভাগ, লাইফস্টাইল, স্বাস্থ্য
- কুড়িগ্রামে বানভাসী মানুষের সাথে ঈদ উদযাপন করলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম
- আপডেট সময় : আগস্ট, ১, ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ
- 222 বার দেখা হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের বানভাসী অসহায় মানুষের সাথে ঈদ উদযাপন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
জানা গেছে, জেলা পুলিশের পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের ৩০০ পরিবারের জন্য দুইটি গরু প্রদান করেন পুলিশ সুপার।
শনিবার(১ আগষ্ট) ঈদের নামাজের পর পুলিশ সুপার চরে গিয়ে চরের বানভাসীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, করোনা ও বন্যায় কুড়িগ্রামের চরাঞ্চলের ঈদের আনন্দ অনেকটাই ম্লান।জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রথম আলো চরের ৩০০ পরিবারের মাঝে সহায়তা করা হয়েছে।
এই ধরনের আরো সংবাদ
কমেন্ট করুন