লতিফ বকসী, ঢাকা: একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিমন্ত্রী টিপু মুনশি,এমপি।
আজ এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, রাহাত খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। সাংবাদিকতার পাশাপাশি ছোটগল্প, উপন্যাসসহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা কথা সাহিত্যিককে হারালো। সৃষ্টিশীল প্রতিভা ও ক্ষুরধার লেখনীর জন্য এদেশের সাহিত্যপ্রেমীরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাহাত খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কমেন্ট করুন